Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) গভীর নলকুপ স্থাপন করে স্বল্প খরচে কৃষকদের সেচ প্রদান।

খ) সেচের গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ করে প্রত্যন্ত গ্রামে সু-পেয় খাবার পানি সরবরাহ করা হয়।

গ) খাস-মজা পুকুর ও খাল পুনঃখন এবং খননকৃত খালে ক্রসড্যাম নির্মাণপূর্বক সঞ্চিত পানি দ্বারা সম্পূরক সেচ প্রদানসহ মাছ চাষ ও হাঁস পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে সহায়তা করা।

ঘ) কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন।

ঙ)  কৃষি পন্য বাজারজাতকরণে গ্রামীণ সড়ক নির্মাণ ও নির্মিত সড়ক মেরামতের মাধ্যমে গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

চ) পাত কুয়া খননের মাধ্যমে খাবার পানি সরবরাহসহ সবজি চাষ করার মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করা হয়।

ছ) প্রি-পেইড মিটারের মাধ্যমে সল্প খরচে দক্ষতার সাথে কৃষকদেরকে সেচ প্রদান করা হয়।

জ) বরেন্দ্র এলাকায় প্রাকৃতিক ভারসাম্য আনয়নকল্পে বনায়ন কার্যক্রম।