Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার কৃষিতে আধুনিক ও উন্নত  সেচ সুবিধা প্রদান, প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, কৃষিপণ্য বাজারজাত করনে গ্রামীন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, উন্নত বীজ সরবরাহ, বৃষ্টির পানি সংক্ষণকল্পে খাস খাল/পুকুর খনন, প্রাকৃতিক ভারসাম্য আনয়নকল্পে বৃক্ষরোপনসহ আপামোর জণসাধারণের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অধিকন্তু কৃষকদের লাগসই প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরন, সেচের পানি কম ব্যবহার করে চাষাবাদের পদ্ধতি, ভূ-গর্ভস্থ পানির  ব্যবহারে নিরুৎসাহিত করন, ভূ-পরিস্থ পানির ব্যবহারে উৎসাহিত করনসহ কীট নাশক ব্যবহার না করে ফসল উৎপাদন কর্মকৌশল সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। 

বরেন্দ্র ও তৎসংলগ্ন এলাকা সমূহের উন্নয়ন ও তদসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে ১৯৯২ সালের ১৫ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলায় বরেন্দ্র কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত আছে |