Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফটোগ্যালারি


বৃষ্টির পানির সংরক্ষন, ভূ-উপরিস্থ পানি দ্বারা সেচকাজ, ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নয়ন, জলাবদ্ধতা দুরিকরণের জন্য খাস মজা খাল পুনঃ খননকৃত খালে ক্রসড্যাম নির্মান। পুনঃ খননকৃত খালের পানি দ্বারা সম্পুরক সেচ প্রদান ও পুনঃ খননকৃত খালের পাড়ে প্রাকৃতিক ভারসাম্য আনয়ন কল্পে বৃক্ষ রোপন করা হয়।
বৃষ্টির পানির সংরক্ষন, ভূ-উপরিস্থ পানি দ্বারা সেচকাজ, ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নয়ন, জলাবদ্ধতা দুরিকরণের জন্য খাস মজা খাল পুনঃ খননকৃত খালে ক্রসড্যাম  নির্মান। পুনঃ খননকৃত খালের পানি দ্বারা সম্পুরক সেচ প্রদান ও পুনঃ খননকৃত খালের পাড়ে প্রাকৃতিক ভারসাম্য আনয়ন কল্পে বৃক্ষ রোপন করা হয়।
পানির অপচয় রোধে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাঠ পযায়ে এ ডাব্লিউ ডি প্রদর্শনী প্লট বাস্তাবায়ন। কম পানিতে বেশি ফসল উৎপাদন ও ধানের দানা পরিপুষ্ট হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবায়ন প্রকল্প।
পানির অপচয় রোধে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাঠ পযায়ে এ ডাব্লিউ ডি প্রদর্শনী প্লট বাস্তাবায়ন। কম পানিতে বেশি ফসল উৎপাদন ও ধানের দানা পরিপুষ্ট হওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবায়ন প্রকল্প।
সহকারী প্রকৌশলীর কার্যালয় বিএমডিএ, নীলফামারী জোন নীলফামারী সদর।
সহকারী প্রকৌশলীর কার্যালয়  বিএমডিএ, নীলফামারী জোন  নীলফামারী সদর।
গভীর নলকূপ কমান্ড এরিয়ার পার্চিং এর মাধ্যমে কিটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন কার্যক্রম।
গভীর নলকূপ কমান্ড এরিয়ার পার্চিং এর মাধ্যমে কিটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন কার্যক্রম।
গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তী স্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক ৭০০০ ফুট ভূ-গর্ভস্থ পাইপ ও ৫০ টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।
 গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তী স্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক ৭০০০ ফুট ভূ-গর্ভস্থ  পাইপ ও ৫০ টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় পরিচালিত গভীর নলকূপের পানি দ্বারা সেচকৃত ধান, ভূট্ট্রা,গম ও অন্যান্য ফসলের মাঠ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় পরিচালিত গভীর নলকূপের পানি দ্বারা সেচকৃত ধান, ভূট্ট্রা,গম ও অন্যান্য ফসলের মাঠ।
প্রধান কার্যালয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বহরমপুর, সেনানিবাস সড়ক রাজশাহী-৬০০০।
 প্রধান কার্যালয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বহরমপুর, সেনানিবাস সড়ক রাজশাহী-৬০০০।